মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ ৮ জুলাই সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন (প্রতীক নৌকা), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. ইকবাল হোসেন হাওলাদার (প্রতীক ঘোড়া) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম সুজনের (প্রতীক হাতপাকা) মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এসময় প্রত্যেক প্রার্থীর কর্মী সমর্থকরা সাথে ছিলেন।