মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে ফসলি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও মাটি উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে আশপাশের ফসলি জমিসহ কাছাকাছি থাকা বসতবাড়িও ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকয়েক দিন যাবত মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাঠালিয়া বিল এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে আবাদি কৃষি জমি গর্ত করে মাটি উত্তোলন করে আসছেন উপজেলার আশি^নপুর এলাকার মো. আরিফ হোসেন ওরপে ভেকু আরিফ নামে এক প্রভাবশালী ব্যক্তি। এর আগেও উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের মহোৎসব চালায় এই আরিফ হোসেন।
মাটি উত্তোলন না করার জন্য প্রশাসন থেকে নিষেধ করা হলেও কর্ণপাত করছেন না এই প্রভাবশালী বালু খেকো আরিফ হোসেন। বরং আবাদি জমিতে মাটি উত্তোলন করে বিশাল সুড়ঙ্গ করে ফেলেছেন তিনি। সেই সঙ্গে আশপাশের ফসলি জমিসহ বসতবাড়িও হুমকির মুখে পড়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, ড্রেজার মেশিন মালিক আরিফ হোসেন প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলছেন না। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অবাধে ড্রেজার মেশিন দিয়ে আবাদি জমির মাটি কেটে নিচ্ছেন তিনি। খুব গভীর থেকে মাটি উত্তোলন করায় আশেপাশের জমি ভেঙে পড়ায় জমির মালিকরা বাধ্য হয়ে ওই ড্রেজার মালিকের কাছে কম দামে কৃষি জমি বিক্রি করতে বাধ্য হন বলে অভিযোগ অনেক ভূক্তভোগীর।
এই মুহূর্তে তার বিরুদ্ধে বাস্তবমুখী পদক্ষেপ না নিলে এক সময় আবাদি জমি আর খুঁজে পাওয়া যাবে না। মারাত্মকভাবে ব্যাহত হবে ফসল উৎপাদন। সেই সঙ্গে ওই এলাকায় দেখা দেবে চরম খাদ্য সঙ্কট। ইতিপূর্বে বিষয়টি নিয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি, এমনকি খোদ জেলা আইন শৃঙ্খলা কমিটিতেও আলোচনা হয়েছে। তারপরও ড্রেজার দিয়ে মাটি উত্তোলন বন্ধ হয়নি। কতিপয় এই ড্রেজার ব্যবসায়ী রাজনৈতিক ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন এই ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানান অনেকেই।
এবিষয়ে অভিযুক্ত আরিফ হোসেন বলেন, তার নিজ জমি থেকে কাটিং ড্রেজার মেশিন দিয়ে সাত হাজার ফিট দূরে মাটি বিক্রি করেছেন। তবে তার এই মাটি উত্তোলনে অন্যের কোন ক্ষতি হচ্ছেনা বলে দাবি করেন তিনি।
মতলব দক্ষিণ উপজেলা কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, বিষয়টি আমি জেনেছি। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।