স্বপন কর্মকার মিঠুন : উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মোঃ কামাল হোসেনের বদলী জনিত বিদায় অনুষ্ঠান ৬ জুলাই বুধবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বদলি জনিত বিদায়ী কামাল হোসেনের হাতে প্রীতি উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি অফিরসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁদপুর জেলা সভাপতি মোঃ আব্দুল মান্নান, শাহরাস্তি উপজেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মোঃ হাবিব উল্লাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।