স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শাহ্তলী নিবাসী আলহাজ্ব অ্যাড: তাহের হোসেন রুশদীর কাল ৪ জুলাই ৪র্থ মৃত্যুবার্ষিকী । এই দিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে (প্রা:) চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন ।
৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর গ্রহন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে ,শাহতলী রুশদী বাড়ি মসজিদে সকাল ৯টায় পবিত্র কোরআন খতম, ১০টায় মরহুমের কবর জিয়ারত, সোয়া ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভা এবং সর্বশেষে রুশদী বাড়ীতে সীমিত পরিসরে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
জানা গেছে, বর্নাঢ্য জীবনের অধিকারী অ্যাড: তাহের হোসেন রুশদী বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন । বিশেষ করে তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শাহতলী কামিল মাদ্রাসার সেক্রেটারী,জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির সদস্য,উত্তর শাহতলী জোবাইদা বালিকা বিদ্যালয়ের ম্যানেজির্ং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন ।
উল্লেখ্য , অ্যাড: তাহের হোসেন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী’র পিতা ।