মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখা বাংলা বাজার সিএনজি ষ্ট্যান্ড জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
শনিবার বিকাল ৪ ঘটিকার সময় তিনি নির্মাণ কাজের খোঁজখবর নেন ও কাজ ঘুরে দেখেন। পরে মসজিদ নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইকবাল মিয়াজী, ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কামাল লস্কর, আওয়ামী লীগ নেতা কবির হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।