মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া থানা পুলিশের চলতি বছরের জুন মাসে আসামী আটকসহ মাদকদ্রব্য উদ্ধারে আশা ব্যাঞ্জক সফলতা অর্জিত হয়েছে। মাসিক অপরাধ হালচিত্রে দেখা যায় জুন মাসের ওয়ারেন্টভুক্ত ৬২টি আসামীসহ ৮৫ জন আসামীকে আটক করে থানা পুলিশ।
এছাড়া জুন মাসে ১৭ লক্ষ ৯০ হাজার ১শ টাকার মূল্যের বিভিন্ন প্রকার মাদক জাতীয় দ্র্যাবদি উদ্ধার করেছে ডিবি ও থানা পুলিশ। এই মাসে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে ৫টি এবং মাদক দ্রব্য আইনে ডিবির নিকট দায়ের হওয়া মামলা ৪টি। সর্বমোট মামলা হয়েছে ১৭টি এর মধ্যে ডিবির মামলা ৪টি।
জুন মাসে থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ২৬৭ পিস,ফেনসিডিলি ৪০ বোতল, এবং গাঁজা ৭০ কেজি ৫’শ গ্রাম উদ্ধার করেছে। একই মাসে ডিবির মাদক বিরোধী অভিযানে গাঁজা উদ্ধার হয়েছে ০৮ কেজি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন উপরোক্ত তথ্য নিশ্চিত করে বলেন, বিভিন্ন প্রতিকুলতা উপেক্ষা করে বৃহত্তর থানা এলাকায় স্বল্প সংখ্যক পরিবহন ও ফোর্স নিয়ে থানার কার্যক্রম পরিচালনা হয়ে আসছে। তার মধ্যেও অফিসারদের সঠিক ভাবে দায়িত্ব পালনের ফলশ্রুতিতে থানার আইন শৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।
তিনি আরো জানান, পুলিশের পাশাপাশি সচেতন মহল তথ্য ও সার্বিক ভাবে সহযোগীতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।