মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সফিকুল ইসলাম (২৮) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
বিষয়টি সাচার পুলিশ ক্যাম্পের এসআই মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, সফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসাইন নগর গ্রামের আবুল হাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বায়েক মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকটির সাথে ঢাকাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে চালক সফিকুল ইসলামসহ মোটর সাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এদিকে দুর্ঘটনার পরই ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।