মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার আমিরাবাদ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্ল্যাহ। মঙ্গলবার (২৮ জুন) সকালে তিনি পরিদর্শন করেন।
পরিদর্শন কালে তিনি বলেন, দেশের সব ভূমির মালিক সরকার। তাই এসব ভূমির সঠিকভাবে রেজিস্ট্রার করতে হবে। নিয়মিত ভাবে ভূমি উন্নয়ন কর আদায় করতে হবে। সব সম্পত্তির কাগজপত্র রেকর্ড রুমে সংরক্ষণে রাখতে হবে। আর এসব কিছু রক্ষণা-বেক্ষণের দায়িত্ব ভূমি কর্মকর্তাদের। ভূমি অফিসের সব কাগজপত্র ঠিকমত রাখতে হবে। সেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছভাবে আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে সরকার নানা পদক্ষপে গ্রহণ করেছেন। ইউনিয়ন পর্যায়ে অনেক সময় সেবা দিতে কিছুটা দেরি হয়ে থাকে। এ সমস্যার দিকে খেয়াল রেখে জনগণকে সেবা দিতে হবে।
তিনি আরো বলেন, সরকার ভূমিসেবা খাতে ব্যাপক উন্নয়ন করছে। ভূমিসেবা নিতে এসে জনগন যেন ভোগান্তিতে না পড়ে সেদিকে কর্মকর্তাদের প্রতি সঠিক দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি ভূমি অফিসে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, আমিরাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আনিছুর রহমান মুন্সি, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবুল কাসেম এ সময় উপস্থিত ছিলেন।