মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. খোকন প্রধানিয়া (৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুন) ফরাজীকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড় হলদিয়াস্থ রামদাসপুর জোড়া ব্রীজ এর উপর থেকে মাদক কারবারি মো. খোকন প্রধানিয়া (৪৫)কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত খোকন প্রাধানিয়া সাড়ে পাঁচানী গ্রামের মৃত. কালু প্রধানিয়ার ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স পুলিশ। মাদক রোধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।