গাজী মোঃ মহসিন : বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে ৭৮৪ জন ফ্যামিলি কার্ডধারীর মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
রবিবার (২৬ জুন) সকালে মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব শংকর আচার্যের পরিচালনায় টিসিবি পণ্য বিতরণের উদ্বোধকালে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোহরাব খান, ২নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন রাজু বেপারী, ৩নং ওয়ার্ডের বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ডের মোঃ মানিক গাজী, ৫নং ওয়ার্ডের মোঃ খোকন বেপারী, ৬নং ওয়ার্ডের শরীফ সর্দার, ৭নং ওয়ার্ডের রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ডের আল আমিন খান উজ্জল, ৯নং ওয়ার্ডের ফারুক সরকার, সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের রহিমা বেগম, ২নং ওয়ার্ডের নিলুফা বেগম ও ৩নং ওয়ার্ডের জাহেদা বেগমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী কৃষি অফিসার মোঃ সালাহউদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিতরণ করেন চাঁদপুর পুরাণ বাজারের মেসার্স লক্ষ্মী ভান্ডারের সত্ত্বাধিকারী টুটুল মনিসহ ডিলারের অন্যান্য লোকজন।