মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে “পদ্মা সেতুর” উদ্বোধন স্বপ্নের উন্মোচন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিটিভির সৌজন্যে উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়েছে।
শনিবার (২৫-জুন) শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতীক্ষিত স্বপ্ন পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সেই মাহেন্দ্রক্ষনের ইতি টানা হলো। দুপুর ১২.০০ টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে বহু প্রতীক্ষার প্রহর শেষ করে সুইচ চেপে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করলেন।
বিশ্বে অ্যামাজনের পরে দ্বিতীয় খরস্রোতা নদী পদ্মাকে শাসন করে সেতু তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর শেষ হলো আজ।তারপর সড়ক পথে জাজিরা প্রান্তের উদ্দেশে যাত্রা করেন তিনি। বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু পার হয়ে তিনি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করে আবারও মোনাজাতে অংশ নেন। সেখান থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ির উদ্দেশে সড়কপথে যাত্রা করেন।
পরে কাঁঠালবাড়িতে আওয়ামী লীগের জনসভায় অংশ নেন সরকার প্রধান।ওই দিন স্মরণকালের এই মহাযজ্ঞ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সমগ্র জাতির সাথে শাহরাস্তির বাসি বিটিভির কল্যাণে আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিল। ওই সময় এই অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে প্রত্যক্ষ করেন শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা কামাল মজুমদার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি , আ’লীগের উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
এছাড়া শাহরাস্তি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ বাহিনী , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক,আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স , সুধীজন, বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রিক মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।