স্টাফ রিপোটার : চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের কার্যকরী পরিষদের সভা সম্পন্ন হয়েছে। ২৪ জুন শুক্রবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবের দ্বিতৃয় তলার এলিট চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বিল্পব সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় তা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন দপ্তর সম্পাদক মাঈনুল ইসলাম।
বক্তারা বলেন, ২০১৯ সালে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা করা হয়। বৈশ্বিক করোনা মহামারির কারণে আমাদের কার্যক্রমে কিছুটা স্হবিরতা নেমে আসে। চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম চাঁদপুর কেন্দ্রিক। আমাদের ফাদার সংগঠন চাঁদপুর প্রেসক্লাব। ভাত্রিপ্রতিম সংগঠন হলো চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন।
আমাদের কার্যক্রম আমাদের সংগঠনের গতিতে চলবে। আমরা চেষ্টা করবো চাঁদপুর প্রেসক্লাবের সকল নিয়ম কানুন মেনে চলতে। কারণ চাঁদপুর প্রেসক্লাব যেহেতু দুটি সংগঠন কে স্বিকৃতি দিয়েছে, আমরা ও চেষ্টা করবো চাঁদপুর প্রেসক্লাব আস্হা অর্জন করতে পারি। চাঁদপুরে অনেক গুলো নিউজ পোটাল রয়েছে। আমরা একটা উদ্যেশ্য নিয়ে চাঁদপুর অনলাইন সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠা করেছি। আমরা ২০১৯ সালে এ সংগঠন প্রতিষ্ঠা করার পর কোনো অভিষেক অনুষ্ঠান করতে পারিনি।তবে এ বছর জুলাই মাসের শেষের দিকে অভিষেক করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় নতুন কমিটির মূল্যায়ন, সদস্য সংগ্রহ, মাসিক চাঁদা, কল্যাণ ফ্রান্ডর গঠন ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তব্য রাখেন সহ সভাপতি মানিক দাস, এম এম কামাল, যুগ্ম সাধারন সম্পাদক এস এম সোহেল, মাজহারুল ইসলাম অনিক,সাংগঠনিক সম্পাদক শাওন পাটোয়ারী, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারী,অর্থ সম্পাদক শাহরিয়া পলাশ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ ইয়াসিন ইকরাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সজিব খান , দপ্তর সম্পাদক মাঈনুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাসুম বেপারী,কার্যকরি সদস্য বাদল মজুমদার, নিজাম উদ্দিন প্রমুখ।