ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আজ মুফতি আঃ রব আল-কাদেরী (রঃ)-এর ওফাত দিবস

নিজস্ব প্রতিনিধি : আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলার সাবেক সভাপতি, আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (রঃ) জামে মসজিদের সুদীর্ঘকালের খতিব, উস্তাজুল ওলামা, পীরে কামেল আল্লামা মুফতি আঃ রব আল-কাদেরী (রঃ)-এর দ্বিতীয় ওফাত দিবস আগামী ২৫ জুন।

Model Hospital

এ উপলক্ষে আজকেই ওফাত দিবসের নানা কর্মসূচি উদ্যাপন হবে। হুজুরের প্রতিষ্ঠিত শাহরাস্তির নয়নপুর দরবার শরীফে আজ বাদ আসর থেকে ওফাত দিবসের কর্মসূচি শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত।

কোরআন খতম, খতমে গাউছিয়া, মাজার জিয়ারত, মিলাদ-কিয়াম ও ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে।

এসব মহতি আয়োজনে সকলকে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন মুফতি আঃ রব আল-কাদেরীর মেজো ছেলে আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (রঃ) মসজিদের বর্তমান খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।

ট্যাগস :

মাজারে হামলা ডিসিদের ব্যবস্থা নেওয়ার-নির্দেশ

আজ মুফতি আঃ রব আল-কাদেরী (রঃ)-এর ওফাত দিবস

আপডেট সময় : ০৪:২২:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২

নিজস্ব প্রতিনিধি : আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলার সাবেক সভাপতি, আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (রঃ) জামে মসজিদের সুদীর্ঘকালের খতিব, উস্তাজুল ওলামা, পীরে কামেল আল্লামা মুফতি আঃ রব আল-কাদেরী (রঃ)-এর দ্বিতীয় ওফাত দিবস আগামী ২৫ জুন।

Model Hospital

এ উপলক্ষে আজকেই ওফাত দিবসের নানা কর্মসূচি উদ্যাপন হবে। হুজুরের প্রতিষ্ঠিত শাহরাস্তির নয়নপুর দরবার শরীফে আজ বাদ আসর থেকে ওফাত দিবসের কর্মসূচি শুরু হবে। চলবে রাত ৮টা পর্যন্ত।

কোরআন খতম, খতমে গাউছিয়া, মাজার জিয়ারত, মিলাদ-কিয়াম ও ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে।

এসব মহতি আয়োজনে সকলকে উপস্থিত হওয়ার জন্যে অনুরোধ জানিয়েছেন মুফতি আঃ রব আল-কাদেরীর মেজো ছেলে আলীগঞ্জ মাদ্দাহ খাঁ (রঃ) মসজিদের বর্তমান খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।