মাসুদ হোসেন : চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চাঁদপুর শহরের দুইটি ব্যবসা প্রতিষ্ঠান ও সড়ক পরিবহন আইনের ৫টি মামলায় সর্বমোট ৯ হাজার ৮’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২২ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিদপ্তর এর যৌথ অভিযানে চাঁদপুর শহরের ষোল ঘর এলাকায় সড়ক পরিবহন আইনে ৫টি মামলায় ১ হাজার ৮’শ টাকা এবং জোড়পুকুর পাড়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্টেট দেবযানি কর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন।
এসময় ভোক্তাদের সচেতনতার স্বার্থে লিপলেট বিতরণ করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। ভবিষ্যতে জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।