এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ডায়াগনস্টিক সেন্টার দুটি হলো গল্লাক বাজারের মিলন ডায়াগনস্টিক সেন্টার ও আষ্টা বাজার বিসেবা ডায়াগনস্টিক সেন্টার।
২১ জুন মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান দুটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার নির্দেশে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোজাম্মেল হোসেন।
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে অবস্থিত দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এরমধ্যে লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় গল্লাক বাজারের মিলন ডায়াগনস্টিক সেন্টার ও আষ্টা বাজার বিসেবা ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মামুন ভূঁইয়া, মেডিকেল অফিসার ডা. ফয়সাল রানা এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম প্রমূখ।