মতলব উত্তর ব্যুরো : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে তথ্য আপার সেবা বিষয়ক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুন) সকালে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উপজেলার গজরা ইউনিয়নের আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তারের এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের ওয়ান স্টপ সেল (ওসিসি)র প্রোগ্রাম কর্মকর্তা এসএম তানভীর রশিদ, গজরা ইউপি চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ প্রধান, জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস এর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ইসমাইল খান টিটু, আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম, ইউপি সদস্য জাহিদ হোসেন, মহিলা ইউপি সদস্য খুকি আক্তার ও সহকারি শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় এলাকার গন্যমান্যব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তরা মহিলাদের বাল্য বিবাহ, স্বাস্থ্য সেবা, সন্ত্রাস, মাদক, তথ্য প্রযুক্তি সেবা, জঙ্গীবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।