মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ মো. জাবেদ মিজি (৩৮)কে গ্রেপ্তার করা হয়েছে।
১৯ জুন রোববার রাতে উপজেলার উত্তর বাড়ীভাংগা গ্রামের আবুল কালাম মিজির ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী মো. জাবেদ মিজি (৩৮) ২শ’ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। ষাটনল ইউনিয়নের কালিপুর বাজার টু পাম্প হাউজ সংযোগ সড়কের পশ্চিম পার্শ্বে ঢালী বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গ্রেপ্তারকৃত মো. জাবেদ মিজির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।