মাসুদ হোসেন : চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আবারো ১০ দিনের মাথায় যাত্রীবাহী রিলাক্স বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত হয়েছেন।
১৮ জুন শনিবার সকাল সোয়া ৬টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদখার বাজার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, আমি সকাল সাড়ে ৬টার দিকে বাবুরহাট বাজারে যাচ্ছিলাম। এর ১০/১৫ মিনিট আগে ঘটনাস্থল ত্যাগ করার সময় দেখি এ মর্মান্তিক দুর্ঘটনা। কুমিল্লাগামী রিলাক্স বাসের আঘাতে ঢাকা মেট্রো- ন ১৫-১২৭১ নম্বরের পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয় এবং রিলাক্স বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
জানা যায়, নিহত পিকআপ চালকের নাম মোঃ আল আমিন (৩০)। তার বাড়ি হাজীগঞ্জ উপজেলার টোরাগর এলাকায়। দুর্ঘটনায় আহত তার সাথের দুই হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পিকআপটি থানায় নিয়ে আসেন এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এর আগেও গত ৯ জুন বৃহস্পতিবার দুপুর ২টায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় মুষলধারা বৃষ্টিতে ফাঁকা রাস্তায় ঢাকা মেট্রো-ঠ ১১-৮৮৭৯ নাম্বারের পিকআপকে আঘাত করে পালিয়ে যায় যাত্রীবাহী বোগদাদ বাস। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপ চালক মোহাম্মদ লেয়াকত বেপারী গত ১০ জুন শুক্রবার সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডিতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।