মোজাম্মেল প্রধান হাসিবঃ মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুবিন সুজন প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবিরের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. মানিক মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না, কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বশির উল্ল্যাহ ঢালী, কালিকাপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, সহকারী শিক্ষক খোকন চন্দ্রসহ অন্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. হারুন অর রশিদ পাটোয়ারী, উপাদী উত্তর ইউনিয়নের ইউপি সদস্য মাঈনউদ্দিন, সমাজ সেবক সাইফুল ইসলাম বাহাদুর, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য একেএম কবির হোসেন প্রধান, রফিকুল ইসলাম ঢালী, আবু তাহের প্রধান, মাহাবুব পাটোয়ারী, আয়েশা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা।
পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঘিলাতলী মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাও. শহীদ উল্লাহ।