মোঃ রাছেল : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সরকারের দূর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কচুয়া উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরেআকানিয়া বিশ^রোড মোড়ে মসজিদ সংলগ্ন কচুয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুুকবুল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ জালাল প্রধান জালাল, সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরআহমেদ সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার,যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এ্যাডভেকেট মাসুদ প্রধানীয়া প্রমুখ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক আল-আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান, সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি হুমায়ন কবির, উপজেলা মৎস্য দলের সভাপতি মফিজুল ইসলাম মধু, পৌর বিএনপি সভাপতি নুরুল আমিন বকাউল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমান উল্লা, পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, পৌর ছাত্রদলের সম্ভব্য সভাপতি প্রার্থী ইমাম হাসান সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপির যুবদল, ছাত্রদল, পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল, মৎস্যদল,সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।