মতলব উত্তর ব্যুরো : বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক মহানবী (সা.) ও আয়েশা (রা.) কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল দারুল উলুম কাসেমীয়া ইসলামিয়া মাদ্রাসা এবং স্থানীয় এলাকাবাসী।
রবিবার (১২জুন) উপজেলার ষাটনল দারুল উলুম কাসেমীয়া ইসলামিয়া মাদ্রাসা চত্বর থেকে বিক্ষোভ শুরু হয়ে ষাটনল ইউনিয়নের বেরিবাধ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কনু মার্কেট এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতি করেন ষাটনল দারুল উলুম কাসেমীয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ শাহজালাল। কোষাধ্যক্ষ মুহাম্মদ ইকবাল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন, মুফতি আল-আমিন, মুফতি আবদুর রহমান। দোয়া পরিচালনা করেন মুফতি আমিনুল ইসলাম।