স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১২জুন (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যিমক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।
প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যিমক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন বক্তব্যে বলেন, বিদায় বেলা কাঁদতে নেই, হাসতে হবে। বিদায় মানে উচ্চ শিক্ষার সিঁড়িতে উঠা। তোমাদের গত ২ বছর করোনার কারনে লেখাপড়া কিছুটা সমস্যা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির প্রচেষ্টায় মহামারিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। এখন আর নকলের যুগ নেই। তাই তোমাদের যা কিছু তোমাদের পরীক্ষার খাতায় লিখবে তা তোমাদের নিজ থেকেই লিখতে হবে। তোমরা শিক্ষকদের সম্মান করবে, আমরা এখনও আমাদের শিক্ষকদের দেখলে পায়ে ধরে সালাম করি। এ বিদ্যালয়ের শিক্ষাথীরা অনেক ভালো। তোমাদের ভালো রেজাল্ট করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এ বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে হবে।
তিনি বলেন, তোমরা এখান থেকে পাস করার পর তোমাদের পাসের জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। এ স্কুলের মেয়েরা পড়ালেখায় অনেক এগিয়ে। তোমাদের ভাগ্যবান তোমরা একজন শিক্ষাবান্ধব মন্ত্রী পেয়েছ। তিনি হলেন আমাদের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। তিনি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করেছেন। তোমাদেরকেই আগামীতে দেশ পরিচালনার কাজে অংশগ্রহন করতে হবে। আর এজন্য ভালোভাবে পড়াশুনার কোন বিকল্প নেই।
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: সোহরাব হোসেনের পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, ১৯৪৮ সালে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসইন রুশদী। তিনি মেয়েদের জন্য এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। এ প্রতিষ্ঠানটি একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে একদিন রুপান্তরিত হবে।
তিনি বলেন, এ বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন খুবই গুরুত্বপূর্ন ছিল। ভবন সংকটের কারনে তোমরা অনেক কষ্ট করে আগে পড়াশুনা করেছ। আমাদের বিদ্যালয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় আমরা ৪তলা বিশিষ্ট এ একাডেমিক ভবনটি পেয়েছি। এছাড়াও শাহতলী জিলানী চিশতী কলেজসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন হয়েছে। এ ভবনটি করতে এলাকাবাসী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকেই সহযোগিতা করেছেন। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি আরে বলেন, এ বিদ্যালয় ও এ বিদ্যালয়ের ভবন তোমাদের সম্পদ। এটি তোমাদেরকেই যত্ন করে রাখতে হবে। শিক্ষার্থীরা পরীক্ষা হলে যাওয়ার সময় তদারকির জন্য শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে ক্যাম্পাসে কোন সমস্যা হলে আমাকে তাৎক্ষনিক জানাবে। আমি ব্যবস্থা নিব। তোমরা পরীক্ষায় যেগুলো পারবে, সেগুলো আগে লিখবে। পরীক্ষা শেষে খাতা রিভাইস করবে। আমি চাই তোমরা ভালো রেজাল্ট করবে। এ প্রতিষ্ঠানটিকে মডেল প্রতিষ্ঠানে রুপান্তরিত করবে। যারা মেধাবী তারা কেউই বেকার নেই। মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতার পর যে উন্নয়ন করছে, তা ইতিহাস হয়ে থাকবে।
তিনি বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রতিষ্ঠানকে অনেক ভালোবাসেন। এ প্রতিষ্ঠানটি যুগে যুগে সাফল্যের সাথে চলবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের নেতৃত্বে বিদ্যালয়ে পড়াশুনা অনেক উন্নতি হয়েছে, শিক্ষার মান অনেক বৃদ্ধি পেয়েছে। আজকের প্রধান অতিথি শিক্ষা অফিসার কামাল সাহেব খুব দক্ষ একজন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠান ও শিক্ষাবান্ধব। তিনি তার রুটিন দায়িত্ব্রে বাহিরেও অনেক শিক্ষার বিস্তারের লক্ষে নিরলসভাবে কাজ করছেন। তিনি আইটি তে দক্ষ একজন শিক্ষা অফিসার।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজে অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, শাহতলী আদর্শ একাডেমীর প্রধান শিক্ষক মাওলানা গিয়াসউদ্দিন আজম, মহিলা ইউপি মেম্বার মিসেস ফিরোজা বেগম । বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়শা আক্তার,এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার,দশম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া লাবন্য ইভা প্রমুখ ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন নেছা, সিনিয়র শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর চন্দ্র দে, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ, সহকারি শিক্ষিকা মানছূড়া আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সগহকারি শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্য অতিথিবৃন্দকে উপহার প্রদান করেন এসএসসি পরীক্ষার্থীবৃন্দ।
এসময় বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার এর নেতৃত্বে এসএসসি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের জমিদাতা মোসাম্মদ হোসনেয়ারা বেগমকে উপহার প্রদান করেন বিদ্যালয়ের পরীক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস।