মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ইব্রাহিম খলিল (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ১০ জুন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ সাহেবের তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম খলিল(৫২)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃত ইব্রাহিম খলিল বদরপুর গ্রামের মৃত সামেদ আলী খানের ছেলে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বেলতলী বাজারস্থ বেড়ীবাঁধ সড়ক জনৈক মিন্নতের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।