ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তিতে বজ্রপাতে গবাদি পশুর মৃত্যু ! অল্পের জন্য গৃহকর্ত্রীর প্রাণরক্ষা

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বজ্রপাতে দুটি গাভী ও একটি বাছুর প্রাণ হারিয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে গাভীর মালিক গৃহকর্তার  স্ত্রী । বৃহস্পতিবার দুপুরে(৯- জুন) শাহরাস্তি পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ছিকুটিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

Model Hospital

ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওইদিন সে মহল্লার কবিরাজ বাড়ির দরিদ্র কৃষক কমল কিশোর লুভের স্ত্রী অনিতা সরকার তার ছোট বড়  ৩ টি গাভী  ও গরুর বাছুর নিয়ে ঘাস খাওয়াতে মাঠে বেঁধে আসে। পরবর্তীতে দুপুর ২:৩০ সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি ছুটে যান প্রিয় গাভী ও বাছুরের জন্য। সেখানে গিয়ে তিনি গরুর খুঁটি উঠিয়ে গাভীর পিছনে পিছনে ছুটতে থাকেন, এরই মধ্যে প্রচণ্ড বেগে  বজ্রপাতের শব্দে তিনি লুটিয়ে পড়েন মাটিতে।ওই সময় কিছু দূরে অবস্থান নেওয়া তার  স্বামী লুভ  ছুটে এসে স্ত্রীকে জীবিত পেলও প্রিয় গাভী ও বাছুরকে মৃত দেখতে পায়। পরে তাদের আহাজারিতে স্থানীয়রা ছুটে এসে হত দরিদ্র পরিবারকে সান্ত্বনা দেয়। এরই   মধ্যে এ কষ্টের কথা সমগ্র এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার (এ এস আই)  রুহুল আমিন ও তাফাজ্জল হোসেন  স্থানীয় কাউন্সিলর মিজান মোল্লা ছুটে যান সেখানে।  উল্লেখ্য, হতদরিদ্র পরিবারের সম্পদ বলতে এ গাভী ও বাছুর তিনটি ছিল ,যার বাজারমূল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রিয় পোষা প্রাণীকে হারিয়ে হত দরিদ্র কৃষক লুভের স্ত্রী অনিতার  আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।এই দুর্ঘটনা প্রসঙ্গে, সাবেক শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ দুলাল চন্দ্র ঘোষ বলেন, বর্ষা ও বজ্রপাত মৌসুমে গবাদি পশু পালনকারীদের আবহাওয়ার বিষয়ে আরো সর্তকতা অবলম্বন করতে হবে,  তা হলে  মহামূল্যবান প্রাণ ও আর্থিক ক্ষতি  বহুলাংশে  নিয়ন্ত্রণ করা যাবে।

ট্যাগস :

চাঁদপুরে ছাত্রদের ওপর হামলাকারী নাজির এখন প্যানেল চেয়ারম্যান

শাহরাস্তিতে বজ্রপাতে গবাদি পশুর মৃত্যু ! অল্পের জন্য গৃহকর্ত্রীর প্রাণরক্ষা

আপডেট সময় : ০২:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বজ্রপাতে দুটি গাভী ও একটি বাছুর প্রাণ হারিয়েছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে গাভীর মালিক গৃহকর্তার  স্ত্রী । বৃহস্পতিবার দুপুরে(৯- জুন) শাহরাস্তি পৌর শহরের ৯ নং ওয়ার্ডের ছিকুটিয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

Model Hospital

ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওইদিন সে মহল্লার কবিরাজ বাড়ির দরিদ্র কৃষক কমল কিশোর লুভের স্ত্রী অনিতা সরকার তার ছোট বড়  ৩ টি গাভী  ও গরুর বাছুর নিয়ে ঘাস খাওয়াতে মাঠে বেঁধে আসে। পরবর্তীতে দুপুর ২:৩০ সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে তিনি ছুটে যান প্রিয় গাভী ও বাছুরের জন্য। সেখানে গিয়ে তিনি গরুর খুঁটি উঠিয়ে গাভীর পিছনে পিছনে ছুটতে থাকেন, এরই মধ্যে প্রচণ্ড বেগে  বজ্রপাতের শব্দে তিনি লুটিয়ে পড়েন মাটিতে।ওই সময় কিছু দূরে অবস্থান নেওয়া তার  স্বামী লুভ  ছুটে এসে স্ত্রীকে জীবিত পেলও প্রিয় গাভী ও বাছুরকে মৃত দেখতে পায়। পরে তাদের আহাজারিতে স্থানীয়রা ছুটে এসে হত দরিদ্র পরিবারকে সান্ত্বনা দেয়। এরই   মধ্যে এ কষ্টের কথা সমগ্র এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার (এ এস আই)  রুহুল আমিন ও তাফাজ্জল হোসেন  স্থানীয় কাউন্সিলর মিজান মোল্লা ছুটে যান সেখানে।  উল্লেখ্য, হতদরিদ্র পরিবারের সম্পদ বলতে এ গাভী ও বাছুর তিনটি ছিল ,যার বাজারমূল্য প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রিয় পোষা প্রাণীকে হারিয়ে হত দরিদ্র কৃষক লুভের স্ত্রী অনিতার  আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে।এই দুর্ঘটনা প্রসঙ্গে, সাবেক শাহরাস্তি উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ দুলাল চন্দ্র ঘোষ বলেন, বর্ষা ও বজ্রপাত মৌসুমে গবাদি পশু পালনকারীদের আবহাওয়ার বিষয়ে আরো সর্তকতা অবলম্বন করতে হবে,  তা হলে  মহামূল্যবান প্রাণ ও আর্থিক ক্ষতি  বহুলাংশে  নিয়ন্ত্রণ করা যাবে।